জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ চত্বরে ইফতার মাহফিল হয়েছে। জেলা প্রশাসক জাহিদুল ইসলামের আমন্ত্রণে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম বার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ এমএম মঞ্জুর রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র সাইদুর রহমান, নাচোল উপজেলা চেয়ার্যম্যান আব্দুল কাদের, পিপি এ্যাড. জোবদুল হক ও জিপি এ্যাড. আনোয়ার হোসেন ডলার, ব্যবসায়ী এরফান আলী, মহারাজপুর ইউপি চেয়রাম্যান এজাবুল হক বুলি, চাঁপাইনবাবঞ্জ বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, চাঁপাইনবাবঞ্জ বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. ময়েজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা এ্যাড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক কামালউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক তসলিম উদ্দিন, আলমগীর কবির কামাল, শহীদুল হুদা অলক, নাইমুল হক, রফিকুল আলম, ইমতিয়ার ফেরদৌস সুইটসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ। এসময় জেলার সরকারি ও বেসরকারী অফিস প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ও বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৬
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৬-১৬