ইমামদের নিয়ে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, নাশকতা মাদক নির্মুলের লক্ষে বুধবার আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা চত্বরে কমিউনিটি পুলিশিং কমিটি উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম।
বক্তারা বলেন, বর্তমানে একটি গোষ্টি দেশের বিভিন্ন স্থানে জঙ্গী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিশিল করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। এসব কর্মকান্ডের সাথে চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাসীরা বা জঙ্গীরা জড়িত থেকে জেলার সম্মান ভুলন্ঠিত করছে। সমাবেশে বক্তারা আরো বলেন, এসব সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে সমাজের মানুষকে সচেতন করতে ইমামদের ভূমিকা পালন করতে হবে। ইসলামের দোহায় দিয়ে সমাজে সন্ত্রাস সৃষ্টিকারীদের বিচার হবে।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এজাবুল হক বুলি। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৯-১৬