নাচোলে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নৃতাত্তিক জনগোষ্ঠী (আদিবাসী) শিক্ষার্থীদের মাঝে ৪লাখ টাকার  শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহকারী কমিশনার ভূমি সরকার অসীম কুমার, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক পর্যায়ে ১০০ জন আদিবাসী শিক্ষার্থীকে ৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৩০৬ জনকে ৫০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯০ জনকে ৮০০ টাকা ও ডিগ্রী/ এম এ শিক্ষার্থী ৯০ জন  ১৫০০টাকা  করে সর্বমোট ৫৮৬ জন শিক্ষার্থীকে ৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৩-০৬-১৬

,