কিশোরী স্বাস্থ্য পুষ্টি সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরীদের শারীরিক বিকাশ ও পুষ্টি সেবা নিশ্চিত করতে পুষ্টি সচেতনতা বিষয়ক এক কর্মশালা শনিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা প্রতিষ্ঠান আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি প্রবীন সাংবাদিক তসলিম উদ্দিন, শামিমা পারভীন, বাংলাদেশ বেস্টফিডিং ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শুভ্র দেব দে ও দেবাশীষ মুখার্জী। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তৌফিকুল ইসলাম, নাসিরউদ্দিন ও হযরত আলী সুজন।
কর্মশালায় কিশোরী স্বাস্থ্য, পুষ্টি চাহিদা, দেহের ওজনসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে বলা হয়, শৈশব ও কৈশোরের সঠিক শারীরিক পুষ্টি ও বিকাশই করতে পারে তার ভবিষ্যৎ জীবনের ভিত রচনা। এর জন্য প্রয়োজন পুষ্টি বিষয়ক সচেতনতা।
কর্মশালায় গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ২’শ ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-১৬