দেশব্যাপি গুপ্তহত্যার প্রতিবাদে জেলায় ১৪ দলে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপি গুপ্তহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ১৪ দল মানববন্ধন ও সমাবেশ করেছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম, সাম্যবাদি দলের নেতা কামাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা এজাবুল হক বুলি, বাবুল কুমার ঘোষ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হালিমা খাতুন, শরীফা খাতুন বেবি, মহিলা যুবলীগের নেত্রী সান্তনা হক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান, চাঁপাইনবাবগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন।
তারা গুপ্তহত্যাকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
ভোলাহাট 
 এদিকে আমাদের ভোলাহাট নিজস্ব প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সন্ন্যাসীতলা মেডিকেল মোড়ের চৌরাস্তায় রোববার সকাল সাড়ে ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়ার সহ-সভাপতি ইয়াসিন আলী শাহ’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম লোলো হাজি, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আফসার আলী, সহসভাপতি আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, আওয়ামীলীগ নেতা শরীরচর্চা শিক্ষক হাবিবুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু। মানববন্ধনে ৪ ইউনিয়ন আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, কৃষকলীগের আহবায়ক এএইচএম বিদ্যুৎ, যুগ্ম আহবায়ক খেতাউর রহমান, ইউনিয়ন আহবায়ক নুরুল ইসলাম আর্মী, জেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল ইসলাম মাহলত, তৌহিদুল ইসলাম ডালিম, টনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হুজ্জাতুল ইসলামসহ আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর
 আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান,  গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উদ্যেগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আনসারী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম, মমিনুল ইসলাম মমিন বিম্বাস প্রমূখ। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৬-১৬

, ,