টিটিসিতে শেষ হল ৫ দিন ব্যাপি অটোমোবাইল প্রশিক্ষণ কোর্স
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরশেন ( বিসিক ) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কোর্সের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিকের পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব ইফতেখারুল ইসলাম খান। চাঁপাইনবাবগঞ্জ বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিসিকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক আলতাফ হোসেন, টিটিসি কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অটোমোবাইল প্রশিক্ষণ কোর্সে অংশ গ্রহণকারী ৩০ জনের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৬-১৬