আলাতুলী ইউনিয়নে ১৭৪ ভোটে জয় পেল আওয়ামী লীগের কামাল

নির্বাচন কমিশন ঘোষিত শেষ দফার নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার মধ্যে বাকী থাকা সদর উপজেলার আলাতুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাত্র ১৭৪ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের তরুণ প্রার্থী কামরুল হাসান কামাল।
প্রমত্তা পদ্মাতীরের এই ইউনিয়নে পদ্মার এপার ওপার মিলিয়ে ৯ টি কেন্দ্রে সকাল থেকেই বিপুল পরিমাণ ভোটার ভোট কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ধরে ভোট দেয়া শুরু করে। নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কেন্দ্র কেন্দ্রগুলোতে দুপুরের দিকেই ৭২ ভাগ ভোট গ্রহণ হয়ে যায়। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। গোটা ইউনিয়নেই শান্তিপুর্ণ পরিবেশ বজায় ছিল। কোথাও বড় ধরণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শান্তিপুর্ণ এই নির্বাচনে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। ফলাফল ঘোষণাকালে সাধারণ সদস্য প্রার্থী আইয়ুব আলী ( মোরগ) ও আফসারুল হক (টিউবয়েল) এর সর্মথকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় এক পক্ষ লাঠি সোঠা নিয়ে মহড়া দেয়। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন সাবেক চেয়ারম্যান প্রয়াত আওয়ামী লীগ নেতা এ্যাডভোটেক এনামুল হকের ছেলে কামরুল হাসান কামাল। তিনি পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট।
তার কাছের প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান, জয়নাল আবেদীন পেয়েছেন ২ হাজার ৫৪৬ ভোট।
এখানের  বিএনপি’র প্রার্থী খোয়াজ আলী পেয়েছেন ১ হাজার ৬১৪ ভোট।
নির্বাচনে মোট ৯টি সাধারণ ওয়ার্ডে ২৭ জন সাধারণ সদস্য প্রার্থী এবং ৩টি সংরক্ষিত আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট পুরুষ ভোটার ছিলেন ৪ হাজার ২৬৫ এবং মহিলা ভোটার ছিলেন ৪ হাজার ৩০৯ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-১৬