পুলিশের বিশেষ অভিযানে শিবগঞ্জে ১ জেএমবি সদস্যসহ ৩৫ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সফিকুল ইসলাম (৪৫) নামের এক জেএমবি সদস্যকে পুলিশ সোমবার দিবাগত রাতে ককটেল ও গানপাউডারসহ আটক করেছে। আটক সফিকুল শিবগঞ্জের আজমতপুর মোল্লাটোলা গ্রামের আজিজুর রহমান ঝাটু’র ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী তেলকুপি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আম বাগানে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালিয়ে সফিকুলকে ৪টি ককলেট ও ৫ শ গ্রাম গান পাউডারসহ আটক করে। এসময় তার সঙ্গে থাকা ২/৩জন পালিয়ে যায়।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার ভোরে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। জিয়াউর কামালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এদিকে, পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ২৭ জন ওয়ারেন্টভুক্ত ও ৮ জন নিয়মিত মামলার আসামী রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৬-১৬

,