র‌্যাবের অভিযানে হেরোইনসহ একজন আটক

চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলার বাথানপাড়া এলাকা থেকে হেরোইন ও ধারালো দেশী অস্ত্রসহ একজনকে আটক করেছে র‌্যাব।

আটক ব্যক্তি হচ্ছে, সদর উপজেলার বাথানপাড়া এলাকার ইমরান হোসেনের ছেলে আলম (৪৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা এএসপি সহিদার রহমান এবং এএসপি নূরে আলম এর যৌথ নেতৃত্বে একটি দল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বাথানপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় আলমকে ২৭৫ গ্রাম হেরোইন, ধারালো হাসুয়া-১টি, মোবাইল সেট ১টি এবং হ্যান্ডকাপ-১টিসহ হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৬-১৬