ঢাকাগামী নৈশকোচে ফেন্সিডিল পাচারকালে দু’ব্যক্তি আটক
চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড থেকে আরপি পরিবহনের একটি কোচে ফেন্সিডিল উঠানোর সময় ৪২২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আটককৃতরা হচ্ছে আরপি কোচ কাউন্টারের মাষ্টার পৌর এলাকার বটতলা হাট ফুলবাগানের নাসিমউদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৫) ও কোচ কাউন্টার কর্মচারী আলীনগর ভুতপকুরের রিয়াজউদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (১৯)।
র্যাব-৫ উপপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এসএসপি সহিদার রহমানের নেতৃত্ত্বে একটি দল হলুদ, মরিচ এবং ধনিয়ার গুড়ার ৬ টি বস্তার মধ্যে নৈশকোচে পাচারের চেষ্টাকালে ফেন্সিডিলগুলি আটক করে। বুধবার এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৬
র্যাব-৫ উপপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের এসএসপি সহিদার রহমানের নেতৃত্ত্বে একটি দল হলুদ, মরিচ এবং ধনিয়ার গুড়ার ৬ টি বস্তার মধ্যে নৈশকোচে পাচারের চেষ্টাকালে ফেন্সিডিলগুলি আটক করে। বুধবার এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৫-১৬