নাচোলে সন্ত্রাসীদের হামলায় বাড়ি ভাংচুর, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পশ্চিম লক্ষণপুর গ্রামের সরকারী রাস্তার ধারে বাড়ি করে বসবাসকারী কয়েকটি দরিদ্র পরিবারের উপর সোমবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় বাড়ি ভাঙ্গচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় অন্তঃসত্তা এক গৃহবধুসহ ৪জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, নাচোল উপজেলার পশ্চিম লক্ষণপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পার্শ্বে  পৌত্রিক সূত্রে পাওয়া জমির সীমানা ঘেরা জন্য সোমবার দুপুরে লক্ষণপুরে আসেন শিবগঞ্জ উপজেলার নয়া-লা ভাংগা গ্রামের মৃত মফিজুদ্দিনের ছেলে নাসিম ও শামীম। তারা সীমানা ঘেরার জন্য ট্রাক ও লছিমনযোগে ৩০/৪০ জন লোক নিয়ে আসেন। প্রথমে তারা জমির সীমানা পিলার ঘেরার জন্য  ৪/৫টি ভূমিহীন পরিবারকে তাদের জমির সামনে থেকে উঠে যেতে বলে। এসময় তারা বাড়ি ছেড়ে যেতে না চাইলে তাদের উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলার শিকার পরিবারগুলো জানায়, হামলায় ৪টি বাড়ির টিন, বেড়া, টালি ভেঙ্গে তছনছ করে দেয়া হয়। সেইসঙ্গে তারা টাকা পয়সা, চাল-ডাল ও বাড়ির আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে  কুতুর আলীর ছেলে নাসির, সৈয়দ আলীর স্ত্রী রেহেনা, মোহাম্মাদ আলীর ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী খালেদা, ও নাসিরের স্ত্রী জিয়াসমিন আহত হয়। তাদের নাচোল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছিরুদ্দিন জানান, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০২-০৫-১৬

,