বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম ‘শাহাদত’ বার্র্ষিকী উপলক্ষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থানা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। এ সময় অন্যনদের মধ্য বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল বারেক, জাহাঙ্গীর আলম, বিএনপি নেত্রী সিরাজুম মুনিরা, পৌর যুবদলে সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।  এ সময় উপস্থিত ছিলেন থানা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।
বক্তারা বর্তমান সরকারের বিএনপি দলের চেয়ারপারসনসহ বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দের উপর মামলা দিয়ে হয়রানী, বিরোধীদলের প্রতি প্রতিহিংসা, নির্যাতন, মামলা-হামলাসহ বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের ষড়যন্ত্রে বুলেটের আঘাতে ‘শাহাদত’ বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৫-১৬