নামোশংকরবাটির প্রয়াত শিক্ষক সেন্টু স্মরণে দোয়া ও কুরআন শরীফ বিতরণ
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মামুন-অর-রশিদ সেন্টু স্মরণে দোয়া মাহফিল ও ৪টি প্রতিষ্ঠানের ৬০ জন হাফেজকে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। রোববার সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাসানুল মবীন, সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুল হান্নান, শংকরবাটী হেফজুল মাদ্রাসার হেড মোহাদ্দেশ মাওলানা গিয়াস উদ্দীন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আসলাম উদ্দীন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা শামসুদ্দিন, মাওলানা আবদুল মতিন, বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর রহিম, আতিকুর রহমান আশিক, ফয়সাল, শাহীন আলী, আবদুল ওহাব, আনোয়ার হোসেন প্রমুখ।
পওে নামোশংকরবাটী হেলালপুর এতিমখানা, মাটিলাপাড়া হাফেজিয়া মাদ্রাসা, নামোশংকরবাটী ফুটবল মাঠ ক্বেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লক্ষীনারায়নপুর হাফিজিয়া ক্বেরাতিয়া মাদ্রাসার ৬০ জন হাফেজের মাঝে কুরআন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৬
পওে নামোশংকরবাটী হেলালপুর এতিমখানা, মাটিলাপাড়া হাফেজিয়া মাদ্রাসা, নামোশংকরবাটী ফুটবল মাঠ ক্বেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লক্ষীনারায়নপুর হাফিজিয়া ক্বেরাতিয়া মাদ্রাসার ৬০ জন হাফেজের মাঝে কুরআন বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৫-১৬