মে দিবস স্মরণে জাসদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান মে দিবস স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক ইসরাইল সেন্টু, সাম্যবাদী দলের জেলা শাখার যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন প্রমূখ।
বক্তারা আস্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৬