বিকেমসপি’র ক্রীড়া প্রতিভা অন্বেষণ বাছাই ৩১মে

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে ৩১ মে সকাল ৮ থেকে বৈকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম ২০১৬ অনুষ্ঠিত হবে। যে সকল বিষয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে তা হলো- আর্চারী, এ্যাথলেটিকস, বাস্কেট বল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুট্যিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল ও উসু খেলায় অনুর্ধ্ব- ১২-১৪ বছর এবং বক্সিং, জিমন্যাসটিকস, সাঁতার ও টেনিস খেলায় অনুর্ধ্ব- ১২ বয়সী ছেলে এবং মেয়ে খেলোয়াড় নির্বাচন করা হবে। বাছাই পরীক্ষার সময় ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পিইসি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহন করতে আগ্রহী খেলোয়াড়দের যোগাযোগ করার জন্য বলা হলো।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক / ২৩-০৫-১৬