শুরু হল মাসব্যাপী উচ্চ রক্তচাপ রোগী সনাক্তকরণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকায় উচ্চ রক্তচাপ রোগী সনাক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার চরমোহনপুর উচ্চ বিদ্যালযে এক মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ উচ্চ রক্তচাপ কেন্দ্র আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের কর্মকর্তা ডা. ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জের মা ও শিশু কল্যান কেন্দ্রের ডা. জাহিদ হোসেন, সদর হাসপাতারের শিশু বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ, বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকের ডা. আবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম।
চরমোহনপুর এলাকার কমপক্ষে ৬ হাজার মানুষের রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ রোগী সনাক্ত করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রশিক্ষণ প্রাপ্ত চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৬
চাঁপাইনবাবগঞ্জ উচ্চ রক্তচাপ কেন্দ্র আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের কর্মকর্তা ডা. ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আব্দুস সালাম, চাঁপাইনবাবগঞ্জের মা ও শিশু কল্যান কেন্দ্রের ডা. জাহিদ হোসেন, সদর হাসপাতারের শিশু বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ, বেসরকারি হাসপাতাল সেবা ক্লিনিকের ডা. আবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল আলম।
চরমোহনপুর এলাকার কমপক্ষে ৬ হাজার মানুষের রক্তচাপ পরীক্ষা করে উচ্চ রক্তচাপ রোগী সনাক্ত করা হবে। এ কর্মসূচি বাস্তবায়ন করবে প্রশিক্ষণ প্রাপ্ত চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৬