আম উৎপাদনে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার নিরুৎসাহিত করতে কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার আম উৎপাদনে, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (সম্প্রসারণ উইং) অতিরিক্ত সচিব মোশারফ হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর মহাপরিচালক হামিদুর রহমান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজদার রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হামিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা শাকিলা দিল হাছিন, আমচাষী কাজী সেতাউর রহমান, কামরুন্নাহার ইতি প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আম পাঁকানো ও সংরক্ষণে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করলে আমের গুনাগুণ হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য ও পরিবেশে ক্ষতির আশংকা দেখা দিতে পারে। কাজেই সঠিক উৎপাদন ব্যবস্থা ও সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আমের উৎপাদন ও বাণিজ্যিক মূল্য বাড়ানো সম্ভব।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমচাষীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৫-১৬