নির্বাচনী মাঠ ছাড়লেন ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থী শাহ্জাদী বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাত্র ক’দিন বাঁকী। এরই মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোসাঃ শাহ্জাদী বিশ্বাস। রোববার সন্ধ্যা ৭টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেককে সর্মথন দিয়ে নৌকার ভোট করার প্রত্যয় ব্যক্ত করেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং আওয়ামীলীগের নৌকার প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। এখন থেকে নৌকার ভোট করতে তার কর্মী সর্মথকদের নিয়ে মাঠে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০২-০৫-১৬

,