অনলাইন নিউজ র্পোটাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত
সকালে প্রেসক্লাব চত্ত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পরে আনন্দঘন পরিবেশে বর্ষপূর্তির কেক কেটে উদযাপন করা হয় বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূতি।
এ সময় ‘বাংলা ট্রিবিউনের’ সাফল্য কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা ‘চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম প্রমুখ।
বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজ পত্রিকার সম্পাদক জাফরুল আলম, দৈনিক ‘চাঁপাই চিত্র’ পত্রিকার সিনিয়র ষ্টাফ রির্পোটার ফয়সাল মাহমুদ, দৈনিক ‘গৌড় বাংলার’ ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির। উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর দাউদ হোসেন, বর্ষীয়ান সাংবাদিক শামসুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, মাহবুবুল আলম, রফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলা ট্রিবিউনের’ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৫-১৬