গোমস্তাপুরে পারিবারিক দ্বন্দ্বে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে সেনা সদস্য বড় ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নুনগোলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সেনা সদস্য শহীদুল ইসলাম (৪২) খুন হয়েছেন। নিহত শহীদুল ইসলাম নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে ও বগুড়া সেনানিবাসে ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় শহীদুলের ছোট ভাইকে আটক করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্তুজা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির ছাদে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুলের ছোট ভাই সফিউল ইসলাম ছুরিকাঘাত করে। এতে সে মারাত্মকভাবে আহত হয়।
পরে স্থানীয়রা শহীদুলকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার পর স্থানীয়রা সফিউলকে আটক করে গণধোলাই দেয়ার পর পুলিশে সোপার্দ করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, শহীদুল বগুড়া সেনানিবাসের সামরিক হাসপাতালে কর্মরত ছিলেন। প্রায় সপ্তাহখানেক আগে দু’মাসের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। ওই সূত্র জানায়, ছুরিকাঘাতকারী সফিউল বখাটে জীবন যাপন করতো। সে মাদকাসক্তও হয়ে পড়ার কারণে পারিবারিক কলহ সৃষ্টি হয়। জমি জমা ও পারিবারিক কলহের জের ধরেই কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করার ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ২৬-০৫-১৬

,