শিবগঞ্জের আওয়ামী লীগ নেতা ডা. শিমুলকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার হুমকী > থানায় ডায়রি

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলকে ‘বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করতে অস্বীকৃতি জানানোয়’ প্রাণনাশের হুমকী দিয়েছেন দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ ঘটনায় সোমবার শিবগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ডা. শিমুল।
ডা. শিমুল অভিযোগ করেন, সোমবার সকালে উপজেলার আটরশিয়া গ্রামের মোহবুল ইসলামের ছেলে ও  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দুর্লোভপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল রাজিব রাজু’র পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ নেয়ার দাবি জানান। তিনি বলেন, ‘ সেলফোনে করা এই দাবি’র প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাজ করা যাবেনা উল্লেখ করতেই নজরুল অকথ্যভাষায় গালিগালাজ শুরু করেন। আমাকে প্রাণনাশের হুমকী প্রদান করেন এবং শেখ হাসিনাকেও গালিগালাজ করেন’।
এ ঘটনার পর ডা. সামিল উদ্দিন আহমেদ শিমূল শিবগঞ্জ থানায় জিডি দায়ের করেন। যার নম্বর ১১৪৫।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় ওসি এমএম ময়নুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিডি হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিষয়টি তদন্তের পাশাপাশি হুমকীদাতা পরিচয় ও অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে’।
এদিকে, ঘটনার চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকম’র পক্ষ থেকে নজরুল ইসলামের বক্তেব্যর জন্য যোগাযোগের চেষ্টা করেও তার সেলফোনে তাকে পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৫-০৪-১৬

,