নাচোল পৌর মেয়রের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওব্ইাদুর রহমান, প্যানেল মেয়র ফারুক আহম্মেদ, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজা বেগম, ও জাতীয় শ্রমিক লীগের নাচোল উপজেলা শাখার আহবায়ক রয়েল বিশ্বাস। বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার থানা চত্বরে একটি সালিশকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন (ঝালু) ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম ঝাটইনের সমর্থকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হামলার শিকার হন পৌর মেয়র।
এঘটনায় নাচোল থানায় পাল্টা পাল্টি মামলা দায়েরও হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২০-০৪-১৬
বুধবার সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওব্ইাদুর রহমান, প্যানেল মেয়র ফারুক আহম্মেদ, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজা বেগম, ও জাতীয় শ্রমিক লীগের নাচোল উপজেলা শাখার আহবায়ক রয়েল বিশ্বাস। বক্তারা সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার থানা চত্বরে একটি সালিশকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন (ঝালু) ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম ঝাটইনের সমর্থকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে হামলার শিকার হন পৌর মেয়র।
এঘটনায় নাচোল থানায় পাল্টা পাল্টি মামলা দায়েরও হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২০-০৪-১৬