নানা কর্মসূচীর মধ্য দিয়ে জেলাজুড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘গরিব দু:খীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ প্রতিপাদ্যে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণের মাধ্যমে দিবসের দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ এনামুল বারী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মোহম্মদ শাহরিয়ার কবির, পুলিশ সুপার বশির আহম্মদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ রবিউল আলম, সিভিল সার্জন ডা. প্রধান আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকাতুল বারী, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, জিপি আনোয়ার হোসেন, পিপি জবদুল হক, এ্যাড. মিজানুর রহমানসহ অন্যরা।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আদালত চত্ত্বরে শেষ হয়।
এদিকে, সাধারণ মানুষকে আইনগত সহায়তা প্রদানের জন্য দিনব্যাপী ‘লিগ্যাল এইড মেলা’র আয়োজনও করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এনামুল বারী। পরে জজ কোর্ট ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বিকেলে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে আলোচনা সভা গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাচোল
গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার। এ প্রতিপাদ্যকে সামানে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জাতীয় আইন সহায়তা দিবসের” র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস ও উপজেলা আইন সহায়তা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বও থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আদিবাসী একাডেমীতে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচাজর্ (ওসি) ফাছিরুদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ও আদিবাসীনেতা যতিন হে¤্রম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইট হাউসের প্যারালিগ্যাল মীনা মাহাতো ও আসুস এর প্রতিনিধি জহন সরেন। এসময় আদিবাসী শালিশী বোর্ডের নেতা নেত্রী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৮-০৪-১৬
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আদালত চত্ত্বরে শেষ হয়।
এদিকে, সাধারণ মানুষকে আইনগত সহায়তা প্রদানের জন্য দিনব্যাপী ‘লিগ্যাল এইড মেলা’র আয়োজনও করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এনামুল বারী। পরে জজ কোর্ট ভবনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বিকেলে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে আলোচনা সভা গম্ভীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাচোল
গরীব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার। এ প্রতিপাদ্যকে সামানে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “জাতীয় আইন সহায়তা দিবসের” র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস ও উপজেলা আইন সহায়তা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বও থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আদিবাসী একাডেমীতে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নাচোল থানার অফিসার ইনচাজর্ (ওসি) ফাছিরুদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, ও আদিবাসীনেতা যতিন হে¤্রম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইট হাউসের প্যারালিগ্যাল মীনা মাহাতো ও আসুস এর প্রতিনিধি জহন সরেন। এসময় আদিবাসী শালিশী বোর্ডের নেতা নেত্রী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৮-০৪-১৬