আওয়ামী লীগ নেতাকে হুমকীদাতা সেই আওয়ামী লীগ নেতা পুলিশের হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুলকে প্রাণনাশের হুমকী সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার ঘটনায় পুলিশ আটক করেছে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে। শিবগঞ্জ থানায় ডা. শিমুলের দায়ের করা জিডি’র প্রেক্ষিতে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের মৃত সোহবুল ইসলামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, দুর্লোভপুর ইউনিয়নে একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা না করা নিয়ে বির্তকে জড়িয়ে নজরুল ডা. শিমুলকে সেলফোনে প্রাণনাশের হুমকী প্রদান করে। ওই সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি নজরুল ইসলাম। প্রেক্ষিতে সোমবারই সাধারণ ডায়রি করেন ডা. শিমুল।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে তাকে এ অভিযোগে আটক করে আদালতে চালান করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৪-১৬

,