আম মৌসুমকে সামনে রেখে ফরমালিন নিয়ন্ত্রন কমিটির সভা অনুষ্ঠিত

আম মৌসুমকে সামনে রেখে জেলা ফরামালিন নিয়ন্ত্রণ কমিটির সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। জেলায় ফরমালিনের ব্যবহার বন্ধের প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আমের সময়মত বাজার জাত করণের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন আম ব্যবসায়ী ও আম গবেষণা কেন্দ্রের কর্মকর্তাগণ। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি মঈনুদ্দিন মন্ডল উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক বলেন, জেলার কোথায় কোথায় ফরমালিন পাওয়া যায়, সেসব এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ এবং বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-কমিটি গঠন করতে হবে। জেলার বিভিন্নস্থানে আম গাছের ক্ষতিকারক কাল্টার ব্যবহার করা হচ্ছে। এসব ব্যবহার ও বিক্রেতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন তিনি। জেলার অর্থকরী ফসল আম। বিগত ২ বছরে জেলার আম ব্যবসায়ীদের চরম ক্ষতি হয়েছে। এবছর আমে যেন কোন প্রকার ফরমালিন বা অন্য কোন কেমিক্যাল ব্যবহার করা না হয়। যদি কোন ব্যবসায়ীর ব্যবহারের প্রমান পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জেলার আম ব্যবসায়ীদের কোনভাবেই হয়রানীর শিকার না হয়, সেজন্য প্রশাসন সতর্ক দৃষ্টি রাখার আশ্বাস প্রদান করেন। জেলার কৃষি অফিস, প্রশাসন ও আম চাষী ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা মাধ্যমে আম বাজারকরণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা, জেলার বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, আম গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, ডিআইও ওয়ান আকমল হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার ড. এম আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সামস ই তাবরিজ, কমিটির সদস্য চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক আজিজুর রহমান শিশিরসহ কমিটির সদস্যগণ। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৪-১৬