জমিনপুর সীমান্তে বিএসএফ’র ছোড়রা গুলিতে এক যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী যুবক মারাত্মকভাবে আহত হয়েছে। আহত যুবকের নাম মোয়াজ্জেম হোসেন (২২)। সে জমিনপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। সংঘবদ্ধ চোরাকারবারী গ্রুপের সদস্য মোয়াজ্জেম রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ জুনাইদ আলম খান জানান, মোয়াজ্জেমসহ কয়েকজন চোরাকারবারী শুক্রবার দিবাগত রাত ২টার পর জমিনপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে। সীমান্ত থেকে দেড় শ গজ ভারতীয় অংশে হাদিনগর এলাকায় তারা পৌছলে ২৪ বিএসএফ’র চুড়িঅনন্তপুর ক্যাম্পের জোয়ানরা তাদের লক্ষ্য করে ছোড়রা গুলি ছোড়ে। এতে মোয়াজ্জেম আহত হয়। ভোরে তার সহযোগিরা তাকে উদ্ধার করে নিয়ে এসে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-১৬

,