সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে মনিটরিং সভায় বক্তব্য রাখেন জেলা সার ডিলার সমিতির সভাপতি এ্যাড. এফ.কে.এম লুৎফর রহমান ফিরোজ, জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার ড. এম আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সামস ই তাবরিজসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, ডিআইও ওয়ান আকমল হোসেনসহ কমিটির সদস্যগণ।
সভায় সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। জেলায় মোট ৫৮ জন সার ডিলারের মাধ্যমে সার সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। জেলায় আধুনিক বিভিন্ন ধানসহ বিভিন্ন বীজ এর বিষয়েও আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৪-১৬