রাস্তা সংস্কারের দাবিতে সোনামসজিদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর এলাকার রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছে বন্ধর শ্রমিকরা।
বন্দর সূত্র জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে ভারত থেকে আমদানী করা পাথরবাহী তিনটি ট্রাক সোনামসজিদ স্থল বন্দরের তিন নম্বর গেটের কাছে জরার্জীণ রাস্তায় পড়ে বিকল হয়ে যায়। সৃষ্টি হয় আমদানী পণ্যবাহী ট্রাকের দীর্ঘ যট। উদ্ভুত পরিস্থিতিতে বন্দর শ্রমিকরা সোনামসজিদ স্থল বন্দরের এক নম্বর গেট থেকে ৫ নম্বর গেট পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা প্রায় দু’ ঘন্টা বন্ধরের মূল সড়ক অবরোধ করে রাখে। তবে বিকল্প পথে বেশ কিছু আমদানী পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে।
বিক্ষোভকালে বন্দর শ্রমিকরা অভিযোগ করেন, বন্দর এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সোনামসজিদ-শিয়ালমারা সড়কটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হওয়াসহ জনগনকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে বন্দর শ্রমিক ও এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করলেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৪-১৬

,