জেলায় প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৯২ পরীক্ষার্থী

২০১৬ এইচএসসি ও সমমানের পাবলিক পরীক্ষায় ১২ হাজার ৫১৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে বাংলা প্রথম পত্রে   চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৯২জন পরীক্ষার্থী অনুপিস্থত ছিল।  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সুত্রে জানা গেছে, এবার সদর উপজেলায় এসএসসি ও সমমানের মোট ৩১ পরীক্ষার্থী, শিবগঞ্জ উপজেলায় ২৭, গোমস্তাপুর উপজেলায় ২৪,নাচোল উপজেলায় ০৭ ও ভোলাহাট উপজেলায় ০৩ মিলিয়ে মোট ৯২জন পরীক্ষার্থী  অনুপস্থিত ছিল। এবার সদর উপজেলায় এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী রয়েছে ৪ হাজার ৪৭৬ জন। এর মধ্যে এইচএসসিতে ৩ হাজার ৫৯৯ জন, কারীগরিতে ৫৭২জন এবং আলিম পরীক্ষার্থী ৩০৫।  শিবগঞ্জ উপজেলায় এইচএসসিতে পরীক্ষার্থী রয়েছে ২ হাজার ২৯২জন, কারিগরিতে ৫৬৫জন এবং আলিমে ৯৭০জন মোট ৩ হাজার ৮২৭ জন।  গোমস্তাপুর উপজেলায়  এইচএসসিতে ১ হাজার ৬৬৮ জন, কারিগরিতে ৩২১ জন এবং আলিম পরীক্ষার্থী রয়েছে ২৩৯ জন।
নাচোল  উপজেলায় এসইচএসসি, কারিগরি ও আলিমে প্ররীক্ষার্থী রয়েছে মোট ১ হাজার ১৩৬জন। ভোলাহাটে ৮৫১ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।   নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে (নবাবগঞ্জ-১) পরীক্ষার্থী রয়েছে ১ হাাজর ৪৮৪জন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে (নবাবগঞ্জ-২) পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ১০৮জন, শাহ নেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রে (নবাবগঞ্জ-৩) পরীক্ষার্থী রয়েছে৭২৯ জন ও ২৫৪ জন, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে (নবাবগঞ্জ-৪) পরীক্ষার্থী রয়েছে  ২৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে ৩০৫ জন,  শিবগঞ্জ কেন্দ্রে (শিবগঞ্জ ১)শিবগঞ্জ মহিলা কলেজ ১হাজার ১২৩জন. শিবগঞ্জ ২ কেন্দ্রে শিবগঞ্জ কলেজ কেন্দ্রে ১হাজার ১৬৯জন,  শিবগঞ্জ ৩ আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে  ৫৬৫জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসায় কেন্দ্রে ৩১৫জন, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৫ জন, নাচোল কেন্দ্র ১ নাচোল ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ক. ৫৪০জন, খ. ২৪৮জন, নাচোল ২ কেন্দ্রে নাচোল মহিলা কলেজ ৩৪৮জন, ভোলাহাট কেন্দ্র ১ ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ক. পরীক্ষার্থী ২৫৭জন,খ. ৩৪২জন, ভোলাহাট কেন্দ্র ২ ভোলাহাট মহিলা কলেজ কেন্দ্রে ২৫২জন, গোমস্তাপুর ১কেন্দ্রে রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে ৮২৬জন, গোমস্তাপুর ২ কেন্দ্রে রহনপুর মহিলা কলেজ ৫০২জন, গোমস্তাপুর ৩ কেন্দ্রে সোলাইমান মিয়া কলেজ ২২০জন, কেন্দ্র ৪  চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ কেন্দ্রে ১২০জন, প্রসাদপুর ফাজিল মাদরাসায় কেন্দ্রে ক. ৩২১জন, খ. ২৩৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩-০৪-১৬