নাচোলে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপ্রতিবার বিকেল ৪ টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা এক্্িরকিউটিভ ম্যাজিষ্ট্রেট সরকার অসীম কুমার, উপজেলা রিটানিং অফিসার সত্যেন কুমার, উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন, নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন ও উপজেলা আনছার ভিডিপি কমান্ডার আব্দুল আওয়াল। এসময় উপজেলা ৩টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী,সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী ও সাধারন আসনের সদস্য প্রার্থীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গতকাল সকালে ছিলো প্রার্থীদের প্রতিক বরাদ্দ আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলার ফতেপুর ,নাচোল ও নেজামপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ৩৫জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৭-০৪-১৬

,