শিবগঞ্জে আখ উৎপাদন প্রযুক্তি শীর্ষক চাষী প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নত পদ্ধতিতে আখ উৎপাদন প্রযুক্তি, রোগ দমন ব্যবস্থাপনা শীর্ষক চাষী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ও কৃষিবিদ সমবায় সোসাইটির বাস্তবায়নে এবং  কৃষি গবেষণা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে আখ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রোগতত্ত্ববিদ ও বিএসআরআই এর প্রাক্তন মূখ্য বৈজ্ঞানিক ড. ইব্রাহীম তালুকদার। প্রশিক্ষণে প্রধান প্রধান রোগ দমনের মাধ্যমে কিভাবে চিনিকল বহির্ভূত এলাকায় গুড় ও চিবিয়ে খাওয়া আখ উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তা নিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে আলোচনা করা হয়।
কৃষি কর্মকর্তা ড. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকতা ও বিএসআরআই রাজশাহী উপকেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা জামাল উদ্দিন, ইমাম হোসেন প্রমূখ। 
১০ জন উপ-সহকারী ও ৩০ জন আখ চাষী প্রশিক্ষণে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-০৪-১৬

,