ইউপি নির্বাচন প্রচার প্রচারণার শেষ দিনের গণ সংযোগে ব্যস্ত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। প্রচারণা শেষে দিনে গণ সংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানান উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা পথসভার পাশাপাশি অনেক প্রার্থী কারেছেন গণ মিছিলও। প্রচারণার শেষ দিনে ইউনিয়ন ইউনিয়নে ছিল উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
এবারের নির্বাচনে ক্ষমাসীন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেকায়দায় পড়েছে। চাঁপাইনবাবগঞ্জের ১৩ টি ইউনিয়নের ১১টিতে এবং নাচোল উপজেলা ৩টি ইউনিয়নের ২ টিতে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এদিকে, বিএনপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৪টিতে কোনই প্রার্থী দিতে পারেনি।
নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের অন্তঃত চারটি ইউনিয়নে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৪-১৬