‘চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণে’ > সড়ক নিরাপত্তা বিষয়ক র‌্যালী

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ক র‌্যালী ও আলোচনা সভা রোববার অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ‘চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণে’- শ্লোগানে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এ কর্মসূচির আয়োজন করে। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাকসুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, বিআরটিএ রাজশাহী জোনের উপ-পরিচালক উত্তম কুমার বড়–য়া, চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ইয়াহিয়া বিশ্বাস, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সড়ক দূর্ঘটনা কমানো বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৬