একক অভিনয়ে বাংলাদেশের সেরা নাচোলের মেহেরিন মুক্তাকে নিয়ামতপুরে সংবর্ধনা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবছর একক অভিনয়ে বাংলাদেশের প্রথমস্থান অধিকারী চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মেয়ে মেহেরিন মুক্তাকে নিয়ামতপুর কলেজে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুক্তা নিয়ামতপুর কলেজের শিক্ষক মনিরুল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এক অনুষ্ঠানে মেহেরিন মুক্তাকে এ-সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার, বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, অফিসার ইনচার্জ ওবাইদুল হক, উপাধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল।
অনুষ্ঠানের প্রধান অতিথি নাচোরের ক্ষুদে কৃতি অভিনেত্রী মুক্তার একক অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেন। অন্যান্য অতিথিরাও পুরস্কৃত করেন।
মুক্তা নাচোল উপজেলার ৬নং এলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। তার পিতা মনিরুল ইসলাম কলেজ শিক্ষক। মা রাশেদা খাতুন স্কুল শিক্ষিকা। সে সংস্কৃতিমনা ব্যাক্তিত্ব রফিকুল আলমের নাতনী। মেহেরিন মুক্তার এ কৃতিত্বের জন্য আগামী ১১ এপ্রিল নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে সংবর্ধনা দেয়া হবে বলে জানাগেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নুরুল ইসলাম বাবু, নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০১-০৪-১৬

,