নাচোল খাদ্য গুদামে শুরু হয়েছে গম সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল খাদ্য গুদামে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় নাচোলে খাদ্য গুদাম চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোহাম্মাদ আতিকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক, নাচোল মহিলা কলেজে শিক্ষক মশিউর রহমান বাবু, খাদ্য পরিদর্শক শফিউর রহমান। এ সময় নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ফাছির উদ্দিনসহ প্যানেল মেয়র, পৌর কাউন্সিলরগন, গণমাধ্যম কর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ২৮ টাকা কেজি দরে একজন কৃষকের কাছ থেকে ১ বস্তা থেকে ১  মেঃ টন গম কেনা হবে। এবার নাচোল উপজেলায় গম কেনার লক্ষমাত্রা ৪ হাজার ৬৯ মেঃ টন ধরা হয়েছে। ইউনিয়ন কৃষি পূর্নবাসন কমিটি ও পৌর কৃষি কমিটির অনুমোদিত কৃষকের তালিকা সম্প্রতি খাদ্য গুদামে প্রেরণ করা হয়েছে। সে মোতাবেক কৃষকের কৃষি কার্ড ও ব্যাংক একাউন্ট থাকা বাঞ্জনীয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান। নাচোল পৌর এরাকায় ৩৪১ মেঃটন, কসবা ইউনিয়নের জন্য ৯৭৩ মেঃ টন, ফতেপুর ইউনিয়নের ৫৯ মেঃ টন, নাচোল ইউনিয়নের জন্য  ১০৫৮ মেঃ টন, ও নেজামপুর ইউনিয়নের জন্য ১১০ মেঃ টন গম কৃষকদের কাছ থেকে নেওয়া হবে বলে সুত্রে জানাগেছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৫-০৪-১৬

,