শিবগঞ্জ সীমান্তে ফেনসিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গাড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, ব্যাটালিয়নের তেলকুপি সীমান্ত ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সীমান্ত পিলার ১৮০/৮-এস এর নিকট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফেনসিডিল পাচারের সম্ভাবনা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নায়েক নাসির উদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮০/৮-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা তল্লাশী করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩০-০৪-১৬

,