শিবগঞ্জে নিরাপদ রপ্তানীযোগ্য আম উৎপাদনে ব্যাগিং প্রযুক্তির প্রশিক্ষন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়রেন চৈতন্যপুর এক আম বাগানে আম ব্যাগিং প্রযুক্তির উপর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়রেন চৈতন্যপুর গ্রামে খাদ্য অধিদপ্তরের (অবঃ) অতিরিক্ত পরিচালন ও আম চাষী রবিউল আহসান সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আম গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিশিষ্ঠ ফলবৈজ্ঞানিক ডাঃ সরফ উদ্দিন,  এগ্রা  ইনডাস্ট্রিস লিমিটেড মহারাজপুর,চাঁপাইনবাবগঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও প্রযুক্তি ব্যবহারে মাঠ পর্যায়ে কর্মী সেতাউর রহমান।
প্রশিক্ষন  অনুষ্ঠানে  নিরাপদ, বিষমুক্ত ও রপ্তানীযোগ্য আম উৎপাদনে আম ব্যাগিং প্রযুক্তির গুরুত্ব আরোপ করা হয়।
এ প্রশিক্ষন অনুষ্ঠানে এলাকার ৫০ জন আমচাষী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আম চাষী খাদ্য অধিদপ্তরের অবঃ পরিচালন রবিউল আহসানের  আম বাগানে আম ব্যাগিং প্রযুক্তির শুভ উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০৪-১৬

,