পৌরসভা দায়িত্ব হস্তান্তর > আ. লীগে যোগ দিয়েই ভারপ্রাপ্ত মেয়র হলেন সাইদুর রহমান

নির্বাচন সম্পন্নের প্রায় আড়াই মাস পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নব নির্বাচিত পরিষদ সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। পৌরসভার নির্বাচিত মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম দায়িত্বগ্রহণের আগেই সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় একই অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী প্যানেল মেয়র সাইদুর রহমান।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। পৌরসভার কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, বিদায়ী মেয়র মাওলানা আব্দুল মতিন, ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণকারী প্যানেল মেয়র সাইদুর রহমান, পৌরসভার সচিব মামুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, নবনির্বাচিত কাউন্সিলর জিয়াউর রহমান আরমান প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত পরিষদ পৌরসভার সার্বিক উন্নয়নে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়তে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
গত ৩০ ডিসেম্বর সম্পন্ন হওয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩১ হাজার ৫ শ ভোট পেয়ে জেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম মেয়র হিসেবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে ১৮টি মামলা তদন্তাধীন ও বিচারধীন রয়েছে। গেল ১৩ জানুয়ারি তিনি আদালতে আত্মসমার্পণ করলে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। কারগার থেকে প্যারোলে মুক্তি নিয়ে তিনি শপথ নিলেও মামলায় জামিন না পাওয়ায় কারাগারে রয়েছেন। জামায়াত নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগ পত্র আদালতে গ্রহণ হওয়া গত ৯ মার্চ স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এরপরই নতুন পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হল।
নতুন পরিষদের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বগ্রহণকারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিল সাইদুর রহমান পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন এবং পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৩-১৬