ভোলাহাটে বর্ষা টেলিকম গোল্ডকাপ টুর্নামেন্ট
ভোলাহাট উপজেলার বজরাটেক বৃহত্তর ক্রিড়া একাদ্বশ আয়োজিত বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষা টেলিকম গোল্ডকাপ টুর্নামেন্ট ২০১৬ এর শুক্রবারের প্রথম খেলায় জয় পেয়েছে চক ধরমপুর নবিন সংঘ। তারা ১-০ গোলে খালে আলমপুর ফুটবল দলকে পরাজিত করে । বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে আসাদুল। এবং ২য় খেলাটি গোল শূন্য ভাবে শেষ করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় গোহালবাড়ী স্টার স্পোর্টিং ও গোপিনাথপুর জনকল্যাণ সংঘ ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৩-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৩-১৬