পলশা মিশনে নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজার এলাকায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ১৩দিন ব্যাপী এই টুর্ণামেন্টে ১২টি দল অংশগ্রহন করে। সাবেক সহকারী শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বালিয়াডাঙ্গার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  আবুল কাশেম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জহুরুল ইসলাম, হুমায়ন ইঞ্জিয়ারিং ওয়ার্কশপের মালিক আল মামুন, রেজাউল হকসহ এলাকার সুধিজনরা। নাইট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হন সোনালী সংঘ ও রানারস আপ হন রানার দল। সোনালী সংঘ ১০ ওভারে ১৫৬ রানের টার্গেট দেন রানার দলকে। এতে করে তারা সবকটি ইউকেট হারিয়ে ১৩৬ রান করে। আর ২০ রানে জয় পান সোনালী সংঘ।
এদিকে ম্যান অফ দ্যা ম্যান হিসেবে বিবেচিত হন সোনালী সংঘ দলের জহুরুল ইসলাম। ম্যান অফ সিরিজ হন রানার দলে তুখরেজুল ইসলাম।
টুর্ণামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আফ দলের অধিনায়কের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন প্রধান অথিতি আবুল কাশেম আলী, সাংবাদিক জহুরুল ইসলামসহ অতিথিবৃন্দরা

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৭-০৩-১৬