বঙ্গবন্ধু’র ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
 দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শিশু সমাবেশ ও র‌্যালি ও জাতির পিতার প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, ৯.৪৫ মিনিটে  আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি,সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা মাধ্যম রং, দুপুর ১২টায় উপস্থিত রচনা প্রতিযোগিতা, সাড়ে ১২টায় গল্পবলা প্রতিযোগিতা ও উপস্থিত বত্তৃতা, বাদ জোহর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, সন্ধ্যা সাড়ে ৬টায়  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে শহীদ সাটু হলে আলোচনা সভা ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে চিত্রাংকন,রচনা, গল্পবলা ও উপস্থিত বত্তৃতার   পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। * ইসলামী ফাউন্ডেশনঃ সকালে ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে বঙ্গবন্ধুর জীবনও কর্ম শীর্ষক আলোচনা সভা,পুরস্কার বিতরণ,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করাহবে। *নামোশংকরাবাটী উচ্চ বিদ্যালয়ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নামোশংকরাবাটী উচ্চ বিদ্যালয় সকালে শিশু দিবসের র‌্যালীতে অংশগ্রহণ, জাতির পিতার প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ শেষে স্কুলে গিয়ে ৯৭ তম জন্মদিনের কেক কাটা ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হব্।ে * পোলাডাঙ্গা সমাজ সেবক সংঘঃ
শেখ মুজিবুর রহমানের  ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-৩-১৬