ঘরোয়া ক্রিকেট লীগ পিপিএল-এ মাসুদ মাদারল্যান্ডের জয়
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ ও সাংবাদিক শহীদুল হুদা অলকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ঘরোয়া ক্রিকেট লীগ পিপিএল ২০১৬ এর বৃহষ্পতিবারের রাতের খেলায় জয় পেয়েছে মাসুদ মাদারল্যান্ড ক্রিকেট দল। তারা ৬ উইকেটে আনোয়ার হার্ড কিংস ক্রিকেট দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আনোয়ার হার্ড কিংস ক্রিকেট দল ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলের পক্ষে আনোয়ার ৩০, সজল ২০ রান করে। মাসুদ মাদারল্যান্ড ক্রিকেট দলের বোলার রতন ৩ ওভার ২০ রান ৩ টি, সাব্বির ৪ ওভার ১৬ রানে ২ টি উইকেট লাভ করে। ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাসুদ মাদারল্যান্ড ক্রিকেট দল ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে সুলতান ৩৮, মাহবুব ২৭ রান করে। আনোয়ার হার্ড কিংস ক্রিকেট দলের বোলার সুজন ৩ ওভার ২১ রানে ১টি, ইসারুল ৩ ওভার ২৪ রানে ১টি উইকেট লাভ করে। এ খেলার ম্যান অব দ্যা ম্যাচ হন সুলতান।
চাঁপাইনাববগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১১-০৩-১৬
চাঁপাইনাববগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১১-০৩-১৬