৮ম পে-স্কেলে অনুযায়ী বেতন-ভাতার দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

৮ম জাতীয় পে-স্কেল অনুযায়ী মার্চ’১৬ থেকেই যাবতীয় বকেয়াসহ বেতন-ভাতাদি প্রদানের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা শহরের শহীদ সাটু হলের (মুক্তমঞ্চ) সামনে এই দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সমিতির আহব্বায়ক শামীম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাওহিদুল ইসলাম, কারিগরি ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতিকুল ইসলাম, দিয়াড় মহাবিদ্যালয়ের শিক্ষক অলিউল আজিম, রানীহাটি ডিগ্রি কলেজের রায়হান আলী, আমেনা বেগম, আমনুরা বুলন্দ শাহ কলেজের দিলশাদ তাহমিনা, নামোশংকরবাটী ডিগ্রী কলেজের ফিরোজ কবির, শাহবাজপুর ডিগ্রী কলেজের গোলাম মওলা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এম.পি.ও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে ৮ম পে-স্কেল ৬ মাস পর হতে কর্যকরের সুপারিশ করা হয়েছে জানতে পেরে শিক্ষক সমাজ ক্ষুদ্ধ ও মর্মাহত। তারা এই সিদ্ধান্তের পর থেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের নায্য দাবী মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দিতে তাাঁরা বাধ্য হবেন। পরে সমিতির নেতৃবৃন্দ শহরে বিক্ষোভ মিছিল শেষে দাবী বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-১৬