জাগরণী চক্র প্রদান করল ১ শ এইচএসসি পরীক্ষার্থীর বোর্ড ফি

বে-সরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ১ শ এইচএসসি পরীক্ষাথীকে বোর্ড ফি প্রদান করা হয়েছে। এরমধ্যে বুধাবর সকালে নাচোলের ২০ পরীক্ষার্থীর মাঝে বোর্ড ফি প্রদান করা হয়েছে।
নাচোল শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে বোর্ড ফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, বিশেষ অতিথি ছিলেন নাচোল পাঠশালা একাডেমীর অধ্যক্ষ শাহাদাত হোসেন, জাগরণীর সহকারী শাখা ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, হিসাব রক্ষক আব্দুল আজিজ।
জাগরণী চক্র ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার ইউনুছ আলী ফকির জানান, এবছর রাজশাহী জোনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া অফিসের অধীনে এইচ এসসি বিজ্ঞান ও মানবিক বিভাগের ১০০ জন পরীক্ষার্থীকে ১লাখ ৪১ হাজার ৭শ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে ১ হাজার ৫’শ ২৫ ও মানবিক বিভাগের শিক্ষার্থীকে ১ হাজার ৩’শ ৪৫ টাকা ।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জ শাখায় ৬ জনকে ৮ হাজার ৪’শ ৩০ টাকা, রাণীহাটি শাখায় ৪ জনকে ৫ হাজার ৭শ ৪০ টাকা, শিবগঞ্জ শাখায় ১৪ জনকে ১৯ হাজার ৯শ’ ১০ টাকা. কানসাট শাখায় ২৮ জনকে ৩৮ হাজার ৯শ ২০ টাকা, গোমস্তাপুর শাখায় ৯ জনকে ১৩ হাজার ৫ টাকা, ভোলহাট বড়গাছি শাখা ১৯ জনকে ২৬ হাজার ৩৫ টাকা ও নাচোল শাখায় ২০ জন শিক্ষার্থীকে ২৯ হাজার ৬০ টাকা বোর্ড প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩০-০৩-১৬