উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্ম বার্ষিকী পালন

উদীচীর প্রতিষ্ঠাতা, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও সংগ্রামী ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেতা সত্যেন সেনের ১১০তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ সাটু হল চত্বরে সোমবার রাতে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। বিশিষ্ট সমাজ সেবক নয়মুল বারীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গোলাম ফারুক মিঠুন, সিপিবি নেতা ইসরাইল সেন্টু, আমিরুল মোমেনীন জীবন, শাজাহানসহ অন্যরা। শেষে সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে সত্যেন সেন রচিত সংগীত পরিবেশন করে উদীচীর শিল্পীরা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংস্কৃতিকমনাগণ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৩-১৬