কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্টে কিশোর সংঘের জয়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষ্ণগোবিন্দপুরে ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ এর শনিবারের খেলায় জয় পেয়েছে বিজয়নগর কিশোর সংঘ। তারা ১৬ রানে ফ্রেন্ডস ইলেভেন দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বিজয়নগর কিশোর সংঘ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রহমান ৩৬, হানিফ ১৫  রান করে। ফ্রেন্ডস ইলেভেনের বোলার  অনিক ৩ ওভার ২০ রান ২টি, মিজান ৩ ওভার ২২ রানে ১টি উইকেট লাভ করে। ৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফ্রেন্ডস ইলেভেন ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শাকিল ১৭, অনিক ১৭ রান করে। কিশোর সংঘের বোলার রহমান ৩ ওভার ২২ রানে ৩টি, দেলুয়ার ৩ ওভার ২৯ রানে ২টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ রহমান।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৩-১৬