ইউপি নির্বাচন> নাচোলে আওয়ামী লীগের ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেনÑ১নং কসবা ইউনিয়নের আজিজুর রহমান, ২নং ফতেপুর ইউনিয়নের ইসরাইল, ৩নং নাচোল ইউনিয়নের আব্দুস ছালাম ও ৪নং নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম। উপজেলা নির্বাচন অফিসার সেজারুদ্দিন বিষয়টি নিশ্চিৎ করেছেন।
বৃহস্পতিবার প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী নিজ নিজ এলাকা থেকে কর্মীবেষ্টিত হয়ে প্রথমে উপজেলা চত্বরে জড়ো হয়। পরে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের কাছ থেকে আওয়ামীলীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় প্রার্থীর প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন এবং উৎসব মুখর পরিবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও উপজেলা যুবলীগের সভাপতি মজিবুর রহমান, নাচোল ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তাফা, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদলসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে  চেয়ারম্যান প্রার্থীরা  উপজেলা রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমাদেন।
উল্লেখ্য ২৭ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ,২৯মার্চ বাছাই, ৬ এপ্রিল প্রত্যাহার, ৭ এপ্রিল প্রতিক বরাদ্ধ ও ২৩ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৩-১৬

,