বেনজির হত্যাকান্ডে বিএসএফ’র দুঃখ প্রকাশ > ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক বেনজির নিহত হওয়ার ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে বেনজিরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, হত্যাকান্ডের পরপরই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে পতকা বৈঠকে প্রস্তাব দিয়ে পত্র পাঠানো হয়। প্রেক্ষিতে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ জুনাইদ আলম খান এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ’র ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মি. সতিশ। বিকেলে সাড়ে ৪ টায় শেষ হওয়া পতাকা বৈঠকে বিএসএফ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। বৈঠক সূত্র জানিয়েছে, বিজিবি’র পক্ষ থেকে বেনজির হত্যাকান্ডের কড়া প্রতিবাদ করা হলে তারা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে উল্লেখ করলেও বাংলাদেশী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ২০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মি. সতিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৩-১৬