রাণীহাটি বিগ মিনি প্রিমিয়ার ক্রিকেট লীগে মোন্নাপাড়ার জয়

শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গা  ইউনিয়নের রাণীহাটি ফ্রেন্ডস গ্র“প আয়োজিত রাণীহাটি উচ্চ বিদ্যালয় মাঠে বিগ মিনি প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৬ এর বৃহষ্পতিবারের খেলায় জয় পেয়েছে মোন্নাপাড়া ক্রিকেট দল।  তারা ১ উইকেটে ফ্রেন্ডস ক্লাব  কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কমলাকান্তপুর ফ্রেন্ডস ক্লাব ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলের পক্ষে আলিফ ২৮, আজম ২০ রান করে। মোন্নাপাড়া ক্রিকেট দলের বোলার  আতিকুর ৪ ওভার ২৭ রান ২ টি, রহমান ৩ ওভার ২২ রানে ৩টি উইকেট লাভ করে। ১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোন্নাপাড়া ক্রিকেট দল ১৩.১ ওভারে  ৭ উইকেট হারিয়ে জয়লাভ করতে সক্ষম হয়। দলের পক্ষে আতিকুর ২৪, আলমাস ১৬ রান করে। ফ্রেন্ডস ক্লাবের  বোলার আওয়াল  ০৪ ওভার ২১ রানে ৩ টি, ইসমাইল ৩ ওভার ২৯ রানে ২টি উইকেট লাভ করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ আতিকুর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-০৩-১৬