ক্রিকেট জ্বর.............. সাইফুল ইসলাম সরকার

ভূগছি আমি ক্রিকেট জ্বরে
খাবার কি আর মুখে ধরে
কিছুতেই যে নাই রুচি
পোলাও- কোর্মা কিংবা লুচি।
পড়ে গেলাম খুব বেতালে
অবশেষে আজ সকালে
গেলাম সদর হাসপাতালে,
শুনে ডাক্তার মাথায় হাত তার
এমন রোগ তো শুনিনি আর
কেটেছে বোধ হয় মাথার তার।
আড়ি করে ফিরি বাড়ি
বউ করে আহাজারী
কহে তুমি, হইছো ক্ষ্যাপা
জ্বরের মুখে ঢুকাই বাঁ-পা
খেয়ে নাও দুইটা নাপা
থামবে তবে শরীর কাঁপা।
বুঝলাম আমি অবশেষে
ক্রিকেট জ্বর যে সারা দেশে
জ্বর কি আর সাধেই আসে?
এশিয়া কাপে দেশ কাঁপে
ঝড় উঠেছে চায়ের কাপে
তাই তো জ্বরে শরীর কাঁপে
কী করবে ডাক্তারের বাপে।
তাকিয়ে দেশ, তাকিয়ে বিশ্ব
দেখবে একটা জয়ের দৃশ্য
একটাই তো চাওয়া,
তবেই সারবে ক্রিকেট জ্বর
তবেই খাওয়া- দাওয়া।